![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
বিভিন্ন এনজিও'র কিস্তি ও স্থানীয় সুদখোর মহাজনদের চাপে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন নজুরুল ইসলাম (৫০) নামে চার সন্তানের জনক এক গৃহকর্তা। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের কারেঙ্গাতুলী গ্রামে। নজরুল ইসলাম কারেঙ্গাতুলী গ্রামের মৃত আবজানুর হকের ছেলে।
নজুরুল ইসলামের স্ত্রী মেরিনা আক্তারসহ পরিবারের সদস্যরা জানান, আমার স্বামী বিভিন্ন এনজিওর কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছে। এর পাশাপাশি তিনি স্থানীয় সুদের মহাজনদের কাছ থেকেও অনেক টাকা ঋণ নেয়। গত কয়েকদিন থেকে এনজিও কর্মী ও মহাজনরা বাড়িতে এসে টাকা পরিশোধের জন্য হুমকি-ধামকি ও মামলার ভয় ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করতে থাকে। তাদের চাপে নজরুল ইসলাম বাড়ির বাইরে যেতে সাহস পায় না।
ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলাম বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর