প্রবাসীরা সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২৮ হাজার ৮৫৬ কোটি ৪০ লাখ টাকা। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২ লাখ ডলার।
মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সেপ্টেম্বরে দেশে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর আগস্টে দেশে এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ডলার। সে হিসেবে সেপ্টেম্বরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ডলার। গত বছরের সেপ্টেম্বরে দিনে গড়ে রেমিট্যান্স এসেছিল ৪ কোটি ৪৫ লাখ ডলার।
সে হিসেবে রেমিট্যান্সপ্রবাহ প্রায় দ্বিগুণ হয়েছে।
একক মাস হিসেবে গত বছরের তুলনায় এ বছর সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে ৮০.২ শতাংশ। গত বছর সেপ্টেম্বরের রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার।
সর্বশেষ খবর