যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ মসিয়ূর রহমান (শ.ম.র.) হল দিবস। মঙ্গলবার (১ অক্টোবর) কেক কাটা, আনন্দ র্যালি, হলের শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ দিনব্যাপী ছিল নানা কর্মসূচি। এদিন হল দিবসে বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল।
কর্মসূচির শুরুতে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ কেক কাটেন ও পরবর্তীতে আনন্দ র্যালি করেন।
শ.ম.র. হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান বলেন, উপস্থিত সবাইকে আজকের এই হল দিবসের শুভেচ্ছা। এই হলের প্রতিটি সদস্যকে নিয়ে একটি পরিবার। এই পরিবারের সকল বর্তমান ও সাবেক সদস্যের আবেগ-অনুভূতি ও স্মৃতিবিজড়িত এই হল। যারা অক্লান্ত পরিশ্রম করে এই হল দিবস উদ্যাপনকে সাফল্যমণ্ডিত করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানায়।
অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের জীবনে যারা হলে থাকে না আমি মনে করি তারা বিশ্ববিদ্যালয় জীবনের অনেক আনন্দ থেকে দূরে থাকে।এছাড়া হলে যেন সবাই মানসম্মত খাবার খেয়ে থাকতে পারে এর জন্য ব্যবস্থা নেয়া শুরু করেছি। আমাদের ৪ টা আবাসিক হলেই ডাইনিং গুলাতে নতুন ডিজাইন করা হবে । কিন্তু তোমাদের দায়িত্ব হবে নিজেদের হল নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সর্বোপরি এই হলের শিক্ষার্থীরা দেশে বিদেশে নিজেদের মেধার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে এমনটাই আশা করি। আমি মনে করি এই বিশ্ববিদ্যালয় একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন যবিপ্রবির ডীনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ১০৫ জন আবাসিক শিক্ষার্থী নিয়ে ২০১০ সালের ১ অক্টোবর যবিপ্রবির ছাত্রদের প্রথম আবাসিক হল শহীদ মসিয়ূর রহমান হলের উদ্বোধন করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর