ভাগ্নে- ভাগ্নিকে নিয়ে মোটরসাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় ইসমাইল হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ভাগ্নে- ভাগ্নি দুজনেই গুরুকর আহত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, ইসমাইল হোসেনের ভাগ্নি সুরাইয়া (১৬) ও ভাগ্নে আব্দুল হাকিম (১৪)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ভাগ্নে- ভাগ্নিকে নিয়ে মোটরসাইকেলযোগে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন ইসমাইল। যাওয়ার পথে সয়দাবাদ মোড়ে এসে ইউটার্ন নেওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আর কে ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইসমাইল হোসেন। গুরুতর আহত হয়েছে সুরাইয়া ও আব্দুল হাকিম। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর