নেত্রকোণা জেলায় রবি মৌসুমে ২৮ হাজার ৩৫২ হেক্টর জমিতে শাকসবজি, গম, আলু এবং বিভিন্ন জাতের ডাল সহ অন্যান্য কৃষিজাত ফসল আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এ সমস্ত আবাদকৃত জমি থেকে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৩ হাজার ২০৭ টন।
নেত্রকোণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা গেছে, রবি মৌসুমে যে সমস্ত ফসল আবাদ করা হবে তার মধ্য রয়েছে ৭৩৬ হেক্টর জমিতে গম, ৪৯১ হেক্টর জমিতে ভূট্টা, ২৪০৮ হেক্টর জমিতে আলু, ৭৪৭৫ হেক্টর জমিতে সবজি, ১৩,১৫১ হেক্টর জমিতে সরিষা, ৪৬০ হেক্টর জমিতে চীনা বাদাম, ৫৮২ হেক্টর জমিতে মসুর ডালসহ বিভিন্ন জাতের ডাল, ৪৭৬ হেক্টর জমিতে পেঁয়াজ, ৪০৭ হেক্টর জমিতে রসুন এবং ১৫০১ হেক্টর জমিতে কাচা মরিচ।
নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর উপপরিচালক মা. নুরুজ্জামান বলেন, এবার প্রতিটি ফসলের আবাদি জমির পরিমাণ গত মৌসুমের চেয়ে বেড়েছে। বিশেষ করে গম, আলু,সবজি এবং মরিচ আবাদের জমি বেড়েছে। এবছর জেলায় বন্যা না হওয়ায় এবং গত বছর ভালো ফলন হওয়ায় এবার কৃষকেরা আবাদ বাড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর