সিরাজগঞ্জের শাহজাদপুরে গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে কয়েকজন মুখোশ পড়া যুবক গৃহবধূ ফাতেমা খাতুনের মুখ চেপে ধরে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এসময় মুখোশধারীদের সাথে গৃহবধূর ধস্তাধস্তি হলে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় গামছা দিয়ে মুখ বাধা একজন হাসুয়া দিয়ে কোপ দিলে সেই আঘাত শরীরে বড় ধরনের ক্ষতি না হলেও খোঁপা করা চুল পুরোপুরি কেটে যায়।
এসময় ফাতেমার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ ফাতেমাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়। আহত গৃহবধূ ফাতেমা খাতুন উপজেলার নরিনা ইউনিয়নের বাচা মারা গ্রামের চাঁদ আলীর স্ত্রী।
সরেজমিনে গেলে আহত ফাতেমা খাতুন জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে প্রতিবেশী কয়েকজন যুবক মুখোশ পরে তার উপর হামলা করে। গত ২৮ সেপ্টেম্বর গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, প্রতিবেশীদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাঁদ আলী দম্পতির বিরোধ চলে আসলেও হামলার ঘটনা একারণে হয়েছে কিনা তা হলফ করে বলা যায় না।
অভিযোগের বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. আছলাম জানিয়েছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর