ঠাকুরগাঁওয়ে জেলা ইজতেমার মাঠ প্রস্তুত হয়েছে। ইজতেমাকে ঘিরে এরই মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দীপনা লক্ষ করা গেছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে লোকজন এসে ইজতেমার মাঠে মিলিত হচ্ছেন।
জেলার গোবিন্দনগরে ঠাকুরগাঁও- রুহিয়া সড়কের পাশে প্রয়াত আনোয়ার হোসেন লাল মিয়ার পুরাতন ইটভাটা মাঠে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে।
ঠাকুরগাঁও জেলা ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছ থেকে ইজতেমার অনুমতিপত্র পেয়েছি। ঢাকার কাকরাইল মসজিদের মুকিম মাওলানা মুহাম্মদ উল্লাহ ১২ জনের প্রতিনিধি দল নিয়ে সন্ধ্যার মধ্যে ইজতেমা মাঠে উপস্থিত হবেন।
‘এ ছাড়াও ইন্দোনেশিয়া থেকে তাবলিগের ৮ জনের একটি প্রতিনিধি দল ইজতেমা মাঠে উপস্থিত হয়েছে। আগামীকাল ফজরের পর বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘এখানে ইজতেমাকে ঘিরে মুসল্লিদের মাঝে উদ্দীপনা রয়েছে। সবার সহযোগিতায় মাঠ ও ইজতেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
এ সমন্বয়ক আরও বলেন, ‘ইজতেমা চলাকালীন প্রত্যেক নামাজের ওয়াক্তের পরে বয়ান করা হবে। মুসল্লিদের যাতে ইজতেমা মাঠে কোনো অসুবিধা না হয়, এর জন্য পানিসহ প্রয়োজনীয় সকল বন্দোবস্ত করা হয়েছে।
‘শুক্রবার জুমার নামাজে জেলা প্রশাসকের প্রতিনিধি দল ইজতেমায় অংশগ্রহণ করার কথা আছে। এছাড়াও জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দলের রাজনীতিক নেতারাও উপস্থিত হবেন। ইজতেমা মাঠর সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার বিষয়ে ঠাকুরগাঁও প্রশাসন সহযোগিতা করবে।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর