সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি জেলা সদরে পৃথক দুটি ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ির মানিকছড়িতে যাতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা না ঘটে সে লক্ষে সম্প্রীতি পথ সভা করেছে মানিকছড়ি থানা পুলিশ।
বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের মহামুনি এলাকার তালতলা ও বিকেলে তিনটহরী বাজার, বড়ডলু এলাকায় উক্ত সম্প্রীতি পথসভা অনুষ্ঠিত হয়।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন'র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, যুগ্ম-সম্পাদক মো. আবুল কাশেমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হেডম্যান, কার্বারী, বাজার পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পথ সভায় মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি জেলা সদরের এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় পুরো শহর জুড়ে স্থানীয় পাহাড়ি-বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে মানিকছড়ি উপজেলার কোথাও কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাত যাতে না ঘটে সে লক্ষ্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল'র নির্দেশনায় সম্প্রীতি পথ সভা করা হয়েছে। এতে সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দদের সম্পৃক্ত করা হয়েছে। যাতে শান্তি প্রিয় মানিকছড়ি যাতে কোনো ভাবে অশান্ত না হয়। সেই সাথে কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাতের ঘটনাও যাতে না ঘটে। এ সময় সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীর মাঝে সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর