
শিক্ষার্থীদের যৌন হয়রানি করে ভয়-ভীতি প্রদর্শন, মাদক সেবন ও ধর্মীয় বৈষম্য সৃষ্টি সহ নানা অনিয়মের অভিযোগ এনে ফরিদপুরের নগরকান্দার এম এ শাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেন খানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ফরহাদ স্যার আমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, ক্লাসে সুন্দরী মেয়েদের ডেকে গান গাইতে বলেন এবং অশালীন ভাষা ও দৃষ্টিভঙ্গি ব্যবহার করে আমাদের সাথে কথা বলেন। ক্লাসে এসে সুন্দরী মেয়েদের বলেন তোমার চোখ দুটো টানাটানা।
বুধবার (২ অক্টোবর) সকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজটির সভাপতি কাফী বিন কবিরের কাছে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জমা দেন শিক্ষার্থীরা।
অভিযোগের শিক্ষার্থীরা উল্লেখ করেন, এম এ শাকুর মহিলা কলেজের (ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের) প্রভাষক ফরহাদ হোসেন খান তাদের সাথে বিভিন্ন সময় অশালীন ভাষায় কথাবার্তা, খারাপ আচরণ, অশালীন দৃষ্টিভঙ্গি প্রদর্শন, শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন ও মাদক সেবনসহ নানান অপকর্মের কথা অভিযোগ পত্রে তুলে ধরেন। এ সময় তারা প্রভাষক ফরহাদ খানের পদত্যাগের এক দফা দাবি তুলে ধরেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেন খান বিডি২৪লাইভকে বলেন, আমরা স্বামী-স্ত্রী একসাথে চাকরি করি। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ শিক্ষার্থীরা এনেছেন তা ষড়যন্ত্রমূলক, আমাকে সামাজিকভাবে সম্মানহানি ও হয়রানির জন্যেই তারা এই নাটক সাজিয়েছে, যা তদন্ত করলেই বেরিয়ে আসবে।
এদিকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির সভাপতি কাফী বিন কবির বিডি২৪লাইভকে বলেন, প্রায় শতাধিক শিক্ষার্থী এম এ শাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে যার অধিকাংশই স্পর্শকাতর। আমরা দ্রুত তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর