ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজের ২১ দেশের ৭৫ জন বিদেশি প্রশিক্ষণার্থী সামরিক কর্মকর্তা সুন্দরবন পরিদর্শন করেছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে বুধবার (২ সেপ্টেম্বর) তারা সুন্দরবনের করমজল পরিদর্শন করেন। এসময় কয়েকজন সামরিক কর্মকর্তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বুধবার মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনে প্রশিক্ষণে আসা বিদেশি সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যে নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, কুয়েত ও আফ্রিকার বেশ কয়েকটি দেশের সামরিক বাহিনীর সদস্যরা ছিলেন। সকাল ১১ টায় তারা করমজল আসেন। এক ঘণ্টা অবস্থান করে করমজলের বন্য প্রাণী ও উদ্ভিদ ঘুরে দেখেন এবং দুপুর ১২ টায় করমজল পর্যটন স্পট ত্যাগ করেন।
ভ্রমণ শেষে তারা সুন্দরবনের অপরূপ সৌন্দর্যের ভূয়সী প্রশংসাসহ বনরক্ষীদের নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেন বলে কর্মকর্তা আজাদ কবির জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর