
বেনাপোল সীমান্ত থেকে মাদক, অস্ত্র, স্বর্ণ পাচার সহ ১৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি বাদশা মল্লিককে গ্রেফতার করেছে বিজিবি।
আটককৃত বাদশা মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে।
বুধবার (২ অক্টোবর) রাতে বেনাপোলের রঘুনাথপুর সীমাস্তের কোদলারহাট এলাকা হতে বিজিবি তাকে আটক করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোলের কুখ্যাত মাদকের আড়তদার বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসা, স্বর্ণ চোরাকারবারি, মাদক, হুন্ডির কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত এই বাদশা। সে ১৫ টিরও অধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
পূর্বে ৩১টি ওয়ান শ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও ২৫৩ বোতল ফেনসিডিলসহ বাদশাকে আটক হয় সীমান্তের এই মাদকের আমাদেরকে। আটককৃত বাদশা মিয়াকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর