শেরপুরের নালিতাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৮ টি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে যাচ্ছে উপজেলা প্রশাসন। একইসাথে পূজা মণ্ডপ তৈরি ও উৎসব উদ্বোধন করতে ১৩টি মন্দিরে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা মন্দির কমিটির হাতে ওই অর্থের চেক তুলে দেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলায় অনুষ্ঠাতব্য হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় দুর্গোৎসব উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫টি ও পৌরসভার পক্ষ থেকে ১৩টিসহ মোট ৫৮টি মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। একইসাথে একটি মাজারের নিরাপত্তার জন্য ২টি সিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে ১৩টি মন্দিরে আর্থিক অনুদান হিসেবে ৫ হাজার করে টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, নির্বিঘ্নে পূজা অর্চনা করতে দেশের চলমান পরিস্থিতিতে কেউ যাতে দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কিংবা দুষ্কৃতকারীদের শনাক্ত করতে উপজেলার মন্দিরগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ করা হয়েছে। একইসাথে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর