বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার উত্তরা পূর্ব থানায় গুলিতে নিহত চা দোকানি লাবলু মিয়া হত্যা মামলায় রংপুরের গঙ্গাচড়া বেতগাড়ি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোহাইমিনুল ইসলাম মারুফকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বেতগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, তার বিরুদ্ধে উত্তরপূর্ব থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চলাকালে সংঘটিত একটি হত্যা মামলা আছে। আইন অনুযায়ী তাকে ঢাকায় স্থানান্তর করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর