জেলা শহরের নতুনহাট এলাকার শেখপাড়া কবরস্থানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় বকুল শেখ নামে ষাটোর্ধ্ব বয়সের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বকুল শেখ আগেই কাফনের কাপড়সহ দাফনের অন্যান্য জিনিসপত্র কিনে রেখে যান বাড়িতে। একটা খাতায় হাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার যেন ময়নাতদন্ত না করা হয়। পুলিশ আলামত গুলো জব্দ করেছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব খবর পেয়ে অন্যান্য পুলিশ ও ডিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও জানান, নিহত বকুল শেখ (৬৫) স্থানীয় শেখপাড়ার আকামদ্দিন সরকারের ছেলে। শেখপাড়া নিজেদের পারিবারিক কবরস্থানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় শুক্রবার সকালে তার মরদেহ দেখতে পায় চাচাতো ভাই রাজা। বড় ছেলে রবিউল ইসলাম বলেন, ভোরে নামাজ পড়ার কথা বলে বাবা বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর শুনি আত্মহত্যা করেছে। বেশ কিছুদিন ধরে বাবা অসুস্থ সে কারণে চিকিৎসা করতে গিয়ে বাবার সাইকেল মেকারী ব্যবসাও বন্ধ হয়ে যায়। এখন তেমন কোনো কাজ করে না বলে জানান ছোট ভাই এনতাজুল শেখ। তিনি জানান, সাম্প্রতিক সময়ে তাঁর মানসিক সমস্যা দেখা দিয়েছে। প্রায় মরার কথা বলেন আবার কখন আত্মহত্যা করবে এমন কথাও বলে থাকেন বলে জানান, ছোট ভাই এনতাজুল শেখ। তিনি বলেন, অপর চাচাতো ভাই রাজা সকালে মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। প্রতিবেশী মিনহাজুর রহমান জানান, বকুল শেখ এলাকায় একজন ভালো মানুষ নামে পরিচিত। এমন কেন হলো বুঝতে পারছি না।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর