হত্যা চেষ্টা মামলা ও বিস্ফোরক আইনে এজাহার নামীয় কুখ্যাত পলাতক আসামি জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লাসহ ৪ জন কে সদরের উত্তর জয়পুর এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় গ্রেফতার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে নাশকতা সৃষ্টি করতে পারে গোপনে এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে উত্তর জয়পুর এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় অভিযান চালায়। এ সময় হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামি জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জাকির হোসেন মোল্লা(৩৮) কে গ্রেফতার করা হয়। সে শহরের সাহেবপাড়া মহল্লার নান্নু মোল্লার ছেলে। গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা হচ্ছে সদর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মাসুদ রানা (৪২), মো. আলম হোসেন (৪৬) ও মো. আবু জাফর জনি (৪২)। তারা নাশকতা সৃষ্টিকারী সিন্ডিকেটের সদস্য এবং তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় হত্যা চেষ্টা মামলা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে (যার নং-১১/৪০৭, তারিখ- ১০/০৯/২০২৪)। তাদের বিরুদ্ধে ১৪৩/৩২৫/৩২৬/৩০৭/ পেনাল কোড তৎসহ বিস্ফোরক আইনের ৪/৫ ধারার অভিযোগ আনা হয়েছে।
নাশকতা সৃষ্টিকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় রাতেই হস্তান্তর করা হয়েছে বলে জানান, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর