
বিশ্বনবি হজরত মোহাম্মদ (স.) কে কটূক্তি করায় নাটোরের গুরুদাসপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন হাজার হাজার মুসলিম জনতা। শুক্রবার জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের চাঁচকৈড় বাজার মারকাজ মসজিদ থেকে বের হয়ে থানার মোড়ে গিয়ে বিশাল সমাবেশে পরিণত হয়।
গুরুদাসপুরের আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদের ব্যানারে সংগ্রামী তৌহিদী মুসলিম জনতা ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লাতেও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
গুরুদাসপুর শাপলা চত্বরে সমাবেশে বক্তব্য দেন- সাবেক এমপি আবুল কাশেম সরকার, মুফতি আব্দুল আহাদ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা এনামুল হাসান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মাহাদী হাসান প্রমুখ।
ভারতের হিন্দু পুরোহিত রামগিরী মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায় বিক্ষুব্ধ জনতা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর