কুড়িগ্রাম নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় প্রিয় নবী (সাঃ) কে কটূক্তি করায় বিক্ষোভ মিছিল ও তীব্র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কচাকাটা থানা কওমি ওলামা পরিষদ ও স্থানীয় তৌহিদী জনতা কর্তৃক শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুমা কচাকাটা বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে, এ ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কচাকাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন কচাকাটা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কচাকাটা দারুণ উলুম কওমি মাদ্রাসার ভাইস-প্রন্সিপাল মুফতি মাওলানা রিয়াজুল ইসলাম গোলেরহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা হানিফ উদ্দিন, হাফেজ মাওলানা নূরুল ইসলাম, গোলের হাট সিনিয়র ফাজিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা মইনুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে ভারতের মুসলিম বিদ্বেষী বিজেপি'র সাংসদ নিতেশ রানে ও উগ্র হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ কর্তৃক প্রিয় নবী (সাঃ) কে কটূক্তি করার অপরাধে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ ফাঁসি কার্যকর করার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর