![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
সম্প্রতি মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটূক্তি করায় ও তার কটূক্তিতে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানেরকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মোংলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মোংলা শাখার আয়োজনে শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌর শহরের শাপলা চত্বর এলাকায় এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে শতশত মানুষ বিক্ষোভ সহকারে সমাবেশস্থলে জড়ো হন। জাতীয় ওলামা আইম্মা পরিষদ'র মোংলা শাখা সভাপতি মাওলানা তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চালনা বন্দর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন ও বহুমুখী মাদ্রাসায় প্রিন্সিপাল মাওলানা মোজাম্মেল হক কাসেমী।
এ সময় বক্তারা ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের নৃশংসতা এবং গণহত্যারও প্রতিবাদ জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর