
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪ সালের আবাসিক হলের আসন বরাদ্দের আবেদন অনুযায়ী ৭টি ছাত্র হল, ৪টি ছাত্রী হল ও ১টি হোস্টেলে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) রাত ৮:০০ টায় বিশ্ববিদ্যালয় আইসিটি সেল এর ওয়েব সাইটে আবেদনের ফলাফল প্রকাশ করা হয়। ২০১৭-১৮ সেশন থেকে শুরু করে ২০২২-২৩ সেশন পর্যন্ত শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
সাধারণ শিক্ষার্থী কোটায় ২৪২৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৫৮ জন, আর্টিস্ট কোটায় ২৮ জন, খেলোয়ার কোটায় ৪৯ জন ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ১৪২ জন শিক্ষার্থী আসন বরাদ্দ পেয়েছে। আসন বরাদ্দপ্রাপ্তদের আগামী সোমবার (৭ অক্টোবর) এর মধ্যে হল অফিসে নির্ধারিত ফি, ২ কপি পাসপোর্ট, ১ কপি স্ট্যাম্প সাইজের সাম্প্রতিক তোলা ছবি ও সকল পরীক্ষার ফলাফলের বিবরণী জমা দিতে হবে।
পরবর্তী ৩০ কর্ম দিবসের মধ্যে আসন বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডোপ টেস্ট করিয়ে ফলাফল হল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে প্রশাসনের গৃহীত এ পদক্ষেপ কে সকল সাধারণ শিক্ষার্থী সাধুবাদ জানায়।
তবে শুধুমাত্র মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়ায় অনেকেই আসন বঞ্চিত হয়েছে। তাদের মতে, মেধার পাশাপাশি শিক্ষার্থীর আর্থিক অবস্থা ও দূরত্বের বিষয়টি বিবেচনা করা উচিত ছিল প্রশাসনের।
প্রশাসন জানায়, পূর্বের নীতিমালা অনুযায়ী মেধার ভিত্তিতে হল সমূহে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে নতুন নীতিমালা প্রণয়নের যথেষ্ট সময় না থাকায় পূর্বের নীতিমালা অনুসারেই এখন বরাদ্দ দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে নতুন নীতিমালা প্রণয়ন করে শিক্ষার্থীর আর্থিক অবস্থা ও দূরত্বের বিষয় বিবেচনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর