
সময় মিডিয়া লিমিটেডের মাল্টিমিডিয়া টিমের দায়িত্ব পেয়েছেন কামাল হোসাইন শাহরিয়ার। মঙ্গলবার (১ অক্টোবর) থেকে তিনি মাল্টিমিডিয়ার দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ন্যাশনাল ডেস্কের লিড হিসেবে কর্মরত ছিলেন।
বরিশালের আঞ্চলিক পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন কামাল শাহরিয়ার। এরপর কাজ করেন দৈনিক ভোরের ডাক পত্রিকাসহ আরও একাধিক পত্রিকায়।
নতুন দায়িত্ব নেয়ার বিষয়ে কামাল শাহরিয়ার বলেন, ‘এটা খুব বড় চ্যালেঞ্জিং দায়িত্ব আমার জন্য।’
উল্লেখ্য, সময় টিভির ইউটিউব প্লাটফর্মে সাবস্ক্রাইবার সংখ্যা আড়াই কোটির বেশি। গত ১২ সেপ্টেম্বর দেশের প্রথম ইউটিউব চ্যানেল হিসেবে ২৫ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করে চ্যানেলটি। ফেসবুকেও ফলোয়ারের সংখ্যা ১৬ মিলিয়নের বেশি।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর