
রাজবাড়ীর পাংশায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টায় উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের অনাত আলী শেখের ছেলে সজল শেখ (২৬), জনাব আলী মন্ডলের ছেলে আলেপ মন্ডল (৫০) ও আজাদ মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (১৯)।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার অফিসার ফোর্সসহ সেনাবাহিনীর একটি অভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ১টি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৩টি তাজা কার্তুজসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাংশায় মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে, মামলা নং-৪। মামলা দায়েরের পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর