
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলার শিক্ষকগণ। র্যালি শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমান, সরকারী যদুনাথ পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. কামরুল হাসান, এসআই মো. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক হারুন অর রশিদ হারুন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সচিব ও নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলামের নেতৃত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর