শেরপুরের নালিতাবাড়ীতে হঠাৎ পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকায় ঢলের পানি ঢুকে পড়ে। এতে পানিবন্দি হয়েছে উপজেলার কয়েক লাখ মানুষ। ঘরবাড়িতে পানি উঠে পড়ায় রান্না করতে পারেনি শতশত পরিবার।
শনিবার (৫ অক্টোবর) সকালে এসব অভুক্ত ৫০০ পরিবারের মাঝে খিচুড়ি বিতরণ করেছে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া ওই ইউনিয়নে ১৫০ পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে চিড়া, মুড়ি ও গুড় বিতরণ করা হয়েছে। এলাকার মানুষ আরো খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সহ- সম্পাদক, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সদস্য শাহাজুল হক, ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষক দলের সভাপতি আহাসান, যুবদলের শেখ ফরিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজগর আলী প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর