ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে শহরের নলডাঙ্গা ভ্যানস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু ৪ আগস্ট শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও পূর্বাশা পরিবহণের কাউন্টার ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার এজাহারভুক্ত আসামি।
তিনি আরও বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর