কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১০০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমেরই অনুমতি দেওয়া হবে না।
রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিরাপদ ক্যাম্পাস গড়তে রাজনীতি নিষিদ্ধসহ ১০ নির্দেশনা দিয়েছেন প্রক্টরিয়াল বডি।
বাকি নির্দেশনা গুলো হলো-
১. বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেকোনো অনুষ্ঠান করার জন্য হল কর্তৃপক্ষের (প্রভোস্ট, হাউস টিউটর) অনুমতি সাপেক্ষে প্রক্টরিয়াল বডিকে অবহিত করতে হবে।
২. হল সংক্রান্ত যেকোনো সমস্যায় হল কর্তৃপক্ষকে (প্রভোস্ট, হাউস টিউটর) অবহিত করে উক্ত সমস্যার সমাধান করতে হবে। সমাধান না হলে প্রভোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে লিখিতভাবে জানাতে হবে।
৩. নিজ বিভাগে কোনো সংকট ও সমস্যার মুখোমুখি হলে বিভাগের ছাত্র উপদেষ্টা ও বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগ করে সমাধান করতে হবে। সমাধান সম্ভব না হলে ছাত্র উপদেষ্টা ও বিভাগীয় প্রধানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে লিখিতভাবে জানাতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ের যেকোনো পর্যায়ে, যে কারও দ্বারা যৌন-হয়রানি, ইভটিজিং, বডিশেমিংয়ের শিকার হলে বিশ্ববিদ্যালয়ের 'যৌন-নিপীড়ন প্রতিরোধ সেল' এ লিখিত অভিযোগ দাখিল করতে হবে;
৫. স্বাস্থ্য সংক্রান্ত ও মেডিকেল সার্ভিস সম্পর্কিত (যেমন- অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য) বিষয়ে ইউনিভার্সিটির মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
৬. চাকরিপ্রার্থী কিংবা কোনো চাকরিজীবীর বিষয়ে অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করতে হবে।
৭. পানি, গ্যাস, বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যায় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনে যোগাযোগ করতে হবে।
৮. পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
৯. ক্যাম্পাসে 'মবজাস্টিস', যেকেনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে কিংবা সংঘটিত হলে বা হওয়ার আশঙ্কা দেখলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে যথাসম্ভব অতিদ্রুত অবহিত করতে হবে।
প্রসঙ্গত, নিরাপদ ক্যাম্পাস গড়তে, সবার সহযোগিতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর