খাগড়াছড়ির মানিকছড়িতে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুড়িকাঘাতে গুরুতর আহত করার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসীরা।
রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসীসহ আহত আশিকের পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে তার খালা রিতা আক্তার, শিক্ষার্থী সাইফুল ইসলাম রহিম, শান্তা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় স্কুলছাত্র মো. জাহিদুল ইসলাম আশিকের উপর হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্কুলছাত্র আশিকসহ তার পরিবারের ৫ সদস্যকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে স্থানীয় আবুল কাশেম ও শান্ত নামের দুই যুবক। গুরুতর আহত আশিক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, গত ৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মনাইয়ার দোকান নামক এলাকায় ভূমি বিরোধকে কেন্দ্র করে ঐ এলাকার আবুল কাশেম নামের এক যুবকের ছুড়িকাঘাতে একই পরিবারের পাঁচজনসহ মোট ছয় জন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সকলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সবাইকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে গচ্ছাবিল সরকারি প্রাথমিক ৮ম শ্রেণির ছাত্র মো. জাহিদুল ইসলাম আশিক নামের এক শিক্ষার্থী রয়েছে বলে পরবর্তীতে জানতে পেরেছি। ঘটনার দিন রাতেই আহতদের পক্ষে মো. শহিদ মিয়া একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পরলেও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর