
খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, 'বর্তমানে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এজন্য আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কমিটি করেছি। এতে কোন সম্প্রদায় কোন সমস্যায় পড়লে তাৎক্ষণিক উদ্যোগে যেন তাড়াতাড়ি সমাধান করে। যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তার মধ্যে কিছু রয়েছে রাজনৈতিক সমস্যা, কিছু সামাজিক সমস্যা এবং কিছু ব্যক্তিগত সমস্যাও রয়েছে। এসব স্ব স্ব সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।'
জেলা প্রশাসক আরও বলেন, 'কোন একটা পক্ষকে কেবল দোষ চাপিয়ে এ সমস্যা সমাধান সম্ভব নয়। একটা স্বার্থান্বেষী মহল এ সমস্যাগুলো সার্বিকভাবে চাপিয়ে দিয়ে পাহাড়ি-বাঙালির মেল বন্ধন, শান্তি-সম্প্রীতি নষ্ট করতে চায়। তারা গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে দাঙ্গার সৃষ্টি করতে চায়। এসব থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।'
এতে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, খাগড়াছড়ি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম প্রফুল্ল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, শিক্ষাবিদ শ্রীলা তালুকদার, গণমাধ্যমকর্মী শাহরিয়ার ইউনুছ, শিক্ষক আশা প্রিয় ত্রিপুরা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিনহাজুর রহমানসহ বিভিন্ন পাহাড়ি- বাঙালি গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভায় সম্প্রীতি বিনষ্ট করতে স্বার্থান্বেষী মহল যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটাতে না পারে সেদিকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
পারস্পরিক বোঝাপড়ার মধ্যদিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশার কথা জানান পাহাড়ি-বাঙালি নেতারা।
সম্প্রতি খাগড়াছড়িতে ফার্নিচার ব্যবসায়ী মামুনকে ও এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান শিক্ষক আবুল হাসনাত মো. সোহেল রানাকে পাহাড়ি শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করে। এরপর থেকে খাগড়াছড়িতে পাহাড়ি- বাঙালি সম্প্রীতি বিনষ্ট হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর