মোংলায় সর্বজনীন দুর্গা পূজা উপলক্ষ্যে মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী। দুষ্কৃতিকারীদের যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এ এলাকার মন্দিরে মন্দিরে টহলেও থাকবেন তারা।
রবিবার (৬ অক্টোবর) বিকেল ৪ টায় দিগরাজ বাজারে সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে নৌ বাহিনীর মোংলা ঘাঁটির অধিনায়ক কমান্ডার মো. তৌহিদুল হক ভূইয়া সাংবাদিকদের এ কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে নিরাপদভাবে তাদের পূজা উদ্যাপন করতে পারে সে জন্য নৌ বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া হবে বলেও জানান তিনি।
নৌ বাহিনীর এ কর্মকর্তা আরো বলেন, মোংলা উপজেলায় ৩২ টি পূজা মণ্ডপে এবার পূজা উদ্যাপন হবে। এসব মণ্ডপে পূজারিরা যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে পূজা অর্চনা করতে পারেন সে জন্য নৌ বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় নিয়োজিত থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর