
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে সশরীরে ক্লাস-পরীক্ষা। গত জুলাইয়ের ১ তারিখ হতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ-বিরতিতে যায় পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে চবি বন্ধ ঘোষণা করা হয়। এরপর প্রায় ৩ মাস সময় ধরে অচল হয়ে পরে আছে বিশ্ববিদ্যালয়টি।
নতুন প্রশাসন এই অচলাবস্থা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের হল বরাদ্দ দিয়ে আসন বণ্টন শুরু করে গতকাল থেকে। আজ থেকে পূর্ণদিবস কার্যক্রম শুরু হয়েছে বিভাগগুলোতে। শিক্ষার্থীরা এতদিন পর ক্লাসে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ক্লাসও শুরু হয়েছে আজকে থেকেই।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আজিজিয়া সালমা জানান, "এতদিন পর ক্লাসে ফিরতে পেরে খুব ভালো লাগছে। দীর্ঘদিন পর অনেকের সাথে দেখা হলো। এছাড়া বন্ধের সময়টায় পড়াশোনায় যে ধীরগতি ছিল, তাও কেটে যাবে আশা করছি।"
অপরাধ-বিজ্ঞান বিভাগের ইসরাফিল সাগর জানান, "২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আজ অরিয়েন্টেশন। এরকম অনুষ্ঠানগুলো আমাদের জন্য আনন্দদায়ক। তার ওপর যখন নিজেরাও অনেকদিন পর ক্যাম্পাসে ফিরতে পেরেছি, তাতে আমাদের আনন্দের মাত্রাটা আরও বহুগুণ বেড়ে গিয়েছে।”
সবচেয়ে বেশি আনন্দিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৯তম ব্যাচের শিক্ষার্থী তারা। তাদের বিশ্ববিদ্যালয় জীবনের আজ প্রথম দিন। নানা স্বপ্ন বুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে পা দেয়ার এ দিনটা স্মৃতিময় করে রাখতে চেষ্টার কোনো কমতি রাখছে না কেউই।
এছাড়াও নানা বিভাগে ক্লাস-টিউটোরিয়ালে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থী ফিরে আসায় এতদিনের নিস্তব্ধ ক্যাম্পাসও মুখর হয়ে উঠছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর