শেরপুরের নালিতাবাড়ীতে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বটতলা মিশন মোড়ে থেকে খলচান্দা কোচপাড়া ও চৌকিদারটিলা সীমান্ত ফাঁড়িতে যাওয়ার রাস্তাটি ধসে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
রবিবার (৬ অক্টোবর) বৃষ্টি উপেক্ষা করে দিনব্যাপী ওই রাস্তাটি সংস্কার ও মেরামত করে চলাচলের উপযোগী করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
সুত্র জানায়, ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নালিতাবাড়ী উপজেলায় গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মিশন মোড় নামক স্থানে হতে বিজিবির চৌকিদার টিলা সীমান্ত ফাঁড়ি, উত্তর আন্ধারুপাড়া ও খলচান্দা কোচপাড়া পর্যন্ত যাওয়ার প্রধান সড়কের মধ্যবর্তী স্থানে রাস্তা ধসে পড়ে। এতে চৌকিদারটিলা সীমান্ত ফাঁড়িসহ আশেপাশের সীমান্তবর্তী ৩/৪টি গ্রামের শতশত মানুষ নালিতাবাড়ী উপজেলার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রামবাসীরা চলাচলে চরম ভোগান্তির শিকার হন। এমতাবস্থায়, ওই রাস্তা দিয়ে বিজিবির টহল বৃদ্ধি, মানুষ ও যান চলাচল সচল করার লক্ষ্যে রবিবার বিজিবি সদস্যরা নিজ উদ্যোগে রাস্তা সংস্কার ও মেরামতের কাজ শুরু করে। বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী হয়েছে।
বিজিবির এমন জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য সীমান্তবর্তী গ্রামবাসীরা বিজিবিকে ধন্যবাদ জানিয়েছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর