মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের সীমান্তবর্তী মাঠে গলায় ফাঁস দিয়ে মিরাজ আলী নামের এক প্রবাস ফেরত যুবকের আত্মহত্যা। পরিবারের অভিযোগ হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখেছে প্রতিপক্ষরা। নিহত মিরাজ আলী বুড়িপোতা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে।
আজ সোমবার (৭ অক্টোবর) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। গ্রামের ভারতীয় সীমান্তবর্তী মাঠের সাব পিলার ১৬ এস নং কাছে মওলার কাঁঠাল বাগানে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়৷
পুলিশ জানায়, আজ সোমবার সকালে কৃষক মাঠে যাওয়ার সময় বুড়িপোতা গ্রামের সীমান্তবর্তী মাঠের একটি কাঁঠাল বাগানে গলায় ফাঁস লাগানো অবস্থায় মিরাজের মরদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশ কে খবর দেয়। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের অভিযোগ হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখেছে প্রতিপক্ষরা। গ্রামের আদম ব্যবসায়ী জিয়ার সাথে নিহত মিরাজের স্ত্রী পরকীয়া করে চলে যায়। এঘটনার পর থেকে তাদের সাথে দ্বন্দ্ব চলে আসছে বলে জানান নিহতের মা সোনাভানু।
নিহত মিরাজ আলী দীর্ঘ ৬ বছর মালয়েশিয়া প্রবাস জীবন কাটিয়ে ১১ মাস আগে দেশে ফেরেন। মালয়েশিয়ায় থাকা অবস্থায় নিহত মিরাজের স্ত্রী সাবিনা খাতুন বুড়িপোতা গ্রামের আদম ব্যবসায়ী জিয়ার সাথে পরকীয়ায় জড়িয়ে পরে। দের বছর আগে মিরাজের বাড়ি থেকে জিয়ার হাত ধরে পালিয়ে যায় সে। দেশে ফিরে মিরাজ মানুষিক ভাবে ভেঙে পরেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে পরিবার অভিযোগ দিলে তদন্ত করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর