খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নুরজাহান আক্তার নামের এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার তিনটহরী নামার পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত নুরজাহান আক্তার নামের ঐ নারীর কাছ থেকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(ছ) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অন্যদিকে উপজেলার কুমারী এলাকার ভোলাছোলা নামক স্থানে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন জানান, উপজেলার তিনটহরী ও ভোলাছোলা এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। যা পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্দে নিয়মিতভাবে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর