
মঙ্গলবার (১ অক্টোবর) খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া ও পানখাইয়াপাড়া সড়কে ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, দোকানের মালামাল ও নগদ টাকা চুরির ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বরিবার (৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- এপিবিএন মুসলিমপাড়া এলাকার বাসিন্দা লুৎফর রহমান, নূর মোহাম্মদ, শালবন এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন, শাহাজাদায়ে ইমরান চৌধুরি ও কামরুল।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এজাহার নামীয় এবং অজ্ঞাত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, 'খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে গত পহেলা অক্টোবর জেলা শহরের মহাজনপাড়া ও পানখাইয়াপাড়া রোড সংলগ্ন বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় নিয়মিত রুজুকৃত মামলায় সদর থানার একটি চৌকস টিম বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন আসামিকে গ্রেফতার করে। পলাতক অন্যান্য অভিযুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর