শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩২ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি সাইলেন্ট চাম্বুগং (১৯) নামের এক গারো আদিবাসী যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ জামালপুরের সদস্যরা। গ্রেপ্তার সাইলেন্ট চাম্বুগং উপজেলার আন্ধারুপাড়া গ্রামের পলিন্দ্র রকোর ছেলে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গ্রেপ্তার সাইলেন্ট চাম্বুগংকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সোমবার রাত নয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানির স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে সোমবার রাত নয়টার দিকে উপজেলার বারোমারী বটতলা মিশন মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক পাচারকালে ৩২ বোতল ভারতীয় মদসহ গারো আদিবাসী যুবক সাইলেন্ট চাম্বুগংকে হাতেনাতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানির স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, গ্রেফতার আসামী সাইলেন্ট চাম্বুগংকে জব্দকৃত মদসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর