
জাতীয় পরিচয়পত্র পেতে অনলাইনে আবেদনের পর প্রয়োজন হতো বায়োমেট্রিক যাচাই। যা এখন থেকে নতুন ভোটার নিবন্ধনে লাগবে না বায়োমেট্রিক যাচাইয়ের।
ইসি কর্মকর্তারা জানান,একজন নাগরিক নতুন ভোটার নিবন্ধন করতে আসলে প্রথমে তাকে লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিক যাচাই করে তারপর ছবি ও স্বাক্ষর করতে হয়।এতে নাগরিকদের অতিরিক্ত সময়ও কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। যা এখন থেকে আর নাগরিকদের প্রয়োজন হবে না। এতে এনআইডি সেবা সহজ হবে।
কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে,নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে এপয়েন্টমেন্ট সফটওয়ার এর মাধ্যমে শিডিউল প্রদান করতে হবে। শিডিউল প্রদান করার পরও আবেদনকারী কর্তৃক পরবর্তী ০৩ মাসের মধ্যে বায়োমেট্রিক প্রদান করা না হলে সার্ভার থেকে উক্ত আবেদন অটোমেটিক ডিলিটের ব্যবস্থা করতে হবে।প্রত্যেক কর্মদিবসের নতুন নিবন্ধনের জন্য ছবি তুলতে হবে। নতুন নিবন্ধনের ক্ষেত্রে AFIS(Automated Fingerprint Identification System) যাচাইয়ের প্রয়োজন হবে না।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর