
সরকারি তিতুমীর কলেজে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সরকারি তিতুমীর কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শিক্ষক পরিষদের শিক্ষকবৃন্দের সাথে শিক্ষক মিলনায়তনে এবং শিক্ষার্থীদের সাথে শহীদ বরকত মিলনায়তনে শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদের বিলোপ ও রাষ্ট্র সংস্কারে ছাত্র সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, মব জাস্টিসের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে অনাকাঙ্ক্ষিত আচরণ করে যেভাবে পদত্যাগে বাধ্য করা হয়েছে এইগুলো আমরা কখনোই সমর্থন করি না। তিনি বলেন, আমরা যে দল বা মতের হই না কেন জনতার প্রশ্নে, ক্ষমতার প্রশ্নে ও ন্যায়বিচারের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দালালদের বরখাস্ত করতে হবে। যে সংবিধান একাত্তর থেকে ২০২৪ সাল পর্যন্ত এসে আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি, সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি ও ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে সেই সংবিধান বাতিল করার আহ্বান জানান।
সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে তারা এখন বিভিন্ন রাজনৈতিক দলে, ডিপার্টমেন্টে ও হলগুলোতে পুনর্বাসিত হচ্ছে। যারা আমাদের উপর গুলি চালিয়েছে তাদের সুধু বদলি করা হচ্ছে তাদেরকে শাস্তির মুখামুখি করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শীপ্রা রানী মন্ডল বলেন, বৈষম্যের প্রতিরোধ এটি সবাই করে না এটা তারুণ্য করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা আমাদের গর্ব তাদের আত্মদানের কারণে আমরা সাম্যের সমাজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে চলেছি। আমি আমার শিক্ষার্থীদের আগামী দিনের উপযোগী শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার জন্য যে ত্যাগ, কষ্ট করা উচিত তা করতে আমি প্রস্তুত। আমি একজন শিক্ষক হিসেবে সব সময় শিক্ষার্থীদের পাশে থাকব।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর