
ঢাকার কেরানীগঞ্জে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইয়াসিন গাজী সাগর (৩৪) নামে এক বাসযাত্রী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত ইয়াসিন গাজী বরিশাল কোতোয়ালি থানাধীন হরিনা শুলিয়া গ্রামের গাজী বাড়ির সোবহান গাজীর ছেলে। সে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। এ ঘটনায় আহতরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশের বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর ) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পার্শ্ববর্তী ঢাকা মাওয়া মহাসড়কে তেঘরিয়া স্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. ইমরান হোসেন জানান, মহাসড়কের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা মারে। এ সময় সাকুরা পরিবহনের সামনের বা পাশের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এদের মধ্যে একজনকে বাসের ভেতর থেকে মৃত অবস্থায় আমি নিজেই বের করেছি। আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে,স্থানীয়দের সহায়তায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেছে। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর