
টাঙ্গাইল নাগরপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা ক্রাইম এন্ড অবস্ পুলিশ সুপার পদে (পদোন্নতিপ্রাপ্ত) শরাফ উদ্দিন, জেলা প্রশাসন অতিরিক্ত সুপার মো. সরোয়ার হোসেন, জেলা নৌ পুলিশ সুপার মো. সোহেল রানা ও নাগরপুর থানার অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলাম।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শিব সংকর সাহা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা
পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন পর্যন্ত আমাদের নিরাপত্তা বহাল থাকবে। পুজার নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত নন বলেও তিনি জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর