
ময়মনসিংহের ভালুকায় নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নার্সরা।
জানা যায়, বুধবার (৯ অক্টোবর) সকালে নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদের নির্দেশে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতি পালিত হয়। এ সময় নার্সরা জানায় প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে তাদের মধ্যে পিএইচডিধারী উচ্চ শিক্ষিত নার্স রয়েছে তাদেরকে ঐসকল পদে পদায়ন করতে হবে। দাবি মেনে নেওয়া না পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে।
এ সময় সিনিয়র স্টাফ নার্স বদরুদ্দোজ্জাম, মো. আমিনুল ইসলাম, শাহনাজ পারভীন, আফরোজা আক্তার, মিডওয়াইফ উম্মে কুলছুমসহ অন্যান্য নার্সরাও উপস্থিত ছিল।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর