সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায়কে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়। বুধবার দুপুরে সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ফ.ম ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোনো কারণে তাকে ওএসডি করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগে ২০২১ সালের ৮ এপ্রিল টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) থেকে পদোন্নতি পেয়ে ডা. রামপদ রায় সিরাজগঞ্জ সিভিল সার্জন হিসেবে সিরাজগঞ্জে যোগদান করেন। তবে একটি সূত্র জানিয়েছে স্বাস্থ্য বিভাগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে তাকে ওএসডি করা হয়েছে।
তথ্যসূত্র জানা যায়, সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, কাজীপুর ও কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ২০১১ সালে বিধি বহির্ভূতভাবে এডহক থেকে নিয়োগকৃত মেডিকেল অফিসার দিয়ে বিগত ৫ বছর যাবত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত হিসেবে কাজ চালিয়েছেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বরাবর সিরাজগঞ্জ সিভিল সার্জন কোনো প্রতিবেদন দাখিল করেনি।
এছাড়াও হসপিটালে লাইসেন্স নবায়নের নামে সিভিল সার্জন রামপদ রায় হাজার হাজার টাকা ঘুষ বাণিজ্য করেছেন। ৪ বছর ধরে সিভিল সার্জন থাকাবস্থায় স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের ক্ষমতা অব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। বেসরকারি প্রতিটি হাসপাতালের মালিককে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ঘুষ গ্রহণ করেছেন।
এছাড়া টেন্ডার নামে নৈরাজ্য, প্রতিটি ডাক্তার ও কর্মচারীকে বদলির নামে ঘুষ গ্রহণ করার অভিযোগ রয়েছে সিভিল সার্জনের বিরুদ্ধে। জেলার ৯টি উপজেলা থেকে স্বাস্থ্য কর্মীদের সম্মানী ভাতার ১৫% সিভিল সার্জন কর্তন করে রেখে দিত বলেও সিভিল সার্জন রামপদ রায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব কারণে তাকে ওএসডি করা হয়েছে বলেও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মনে করছেন।
তবে এ বিষয়ে সিভিল সার্জন ডা. রামপদ রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর