
হালুয়াঘাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.এরশাদুল আহমেদ।
বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলা কনফারেন্স হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহেদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিনসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর