প্রাথমিক সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ থেকে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানিয়ে বরিশালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ।
বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল সদরসহ বিভাগের শিক্ষকরা এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে বরিশাল বিভাগীয় কমিশনার এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ বরিশাল বিভাগের সমন্বয়ক নাজমুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সমন্বয়ক সৈয়দা হাজেরা মমতাজ সহ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারিকুল ইসলাম পলিন, খলিল, মাইদুল, আক্তার, সাবিনা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত দিনে প্রাথমিক শিক্ষকরা বৈষম্যের শিকার হয়েছেন। বর্তমানে দেশে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে প্রাথমিক সহকারী শিক্ষকরা বাজারমূল্য বহন করতে দিশেহারা। বিগত স্বৈরাচারী সরকারের মেয়াদে বেতন বৃদ্ধির আশ্বাস পেলেও তা আদৌ বাস্তবায়ন হয়নি।
তারা আরও বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে ১০ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবিতে সারা দেশে আমাদের কর্মসূচি চলমান রয়েছে। আমাদের এই যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন চাই। দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে বলে জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর