
বুধবার (০৯ অক্টোবর) ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্য ১ লক্ষ্য ৮০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে গোপন সংবাদের উপর ভিত্তি করে এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা এলাকায় রয়েল কোচ নামে একটি বাসে চল্লিশে চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর এলাকার শাহাজাহান হোসেন মন্ডলের মেয়ে মোসা. মাহফুজা আক্তার (২৫) ও ঝিনাইদহের কোর্ট চাঁদপুর উপজেলার সলোমানপুর এলাকার মহসিন আলমের পুত্র তাম্মিম আলম (২৮)।
আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বই বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর