
কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের মনাগাজী সনাজ নূর মোহাম্মদ এর বাড়িতে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান সরকার।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা যায়, জগতপুর মনাগাজী গোষ্ঠীর মৃত: সরু মিয়ার ছেলে আব্দুল কুদ্দুছ, মো: কাউছার মো. বাহারুল ও মো. মানিকের ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। আগুনের খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। কতক্ষণে একই পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বসতঘরের মালিক আকতার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মাটি ও টিন সেটের ৭ কক্ষ বিশিষ্ট দুইটি ঘর আগুনে পুড়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এতে আমাদের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। আমরা একদম নি:স্ব হয়ে পড়েছি।
জানা যায়, ৪টি বসত ঘরের সকল আসবাবপত্র, তিনটি ফ্রিজ, ৩টি সেলাই মেশিন, ৩টি গ্যাস সিলিন্ডার ও চুলা, ৪টি স্টিলের আলমারি, ওয়াল শোকেস পুড়ে যায়। তাদের মধ্যে মো.বাহারুল এর ব্যবসার জন্য সংগ্রহ করা ২০০,০০০ টাকা নগদ, মো:আব্দুল কুদ্দুছ এর সি এন জি ক্রয়ের জন্য সংগ্রহ করা ৪০০,০০০ টাকা পুড়ে যায়। এতে তাদের চারটি পরিবার প্রায় নি:স্ব হয়ে পড়েছে।
স্থানীয়রা আরো জানায়, এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন সহ এলাকাবাসীদের সহযোগীতার হাত বাড়িয়ে না দিলে তাদের দ্বারা ঘর পুনরায় উত্তোলন করা সম্ভব হবে না।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর