
'ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন' শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে প্রচার-প্রচারণা ও মাইকিং শুরু হয়েছে।
আগামী ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এসময়ে যারা এই অপকর্মে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাংশা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত "উপজেলা টাস্কফোর্স কমিটি এ প্রচার কার্যক্রম পরিচালনা করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর