
জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে আজ বৃহস্পতিবার রাজু হোসেন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে টিএন্ডটির পশ্চিমপাড়ায় প্রতিদিনের ন্যায় রাজু হোসেন স্থানীয় এমদাদুল হক নামে এক ব্যক্তির নবনির্মিত ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য ভবনের উপরে উঠেন। সেখান থেকে অসাবধান বশত নিচে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন দুপুরে মারা যান নির্মাণ শ্রমিক রাজু হোসেন। সে পাচঁবিবি উপজেলার নাকুড়গাছী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানায় পুলিশ। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
রাজু হোসেন (৩০) পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের একজন সক্রিয় সদস্য বলে জানান, ইউনিয়নের সভাপতি সায়েম সরদার।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর