বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মো. ইউনুসের নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ মন্তব্য করায় অভিযোগ দায়ের করেছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম।
তিনি অভিযোগে জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে আমার বসত বাড়িতে বৈঠক খানায় অবস্থান করছিলাম। এ সময় আমি দেখি বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের মৃত পুলিন মন্ডলের ছেলে সুভাষ মন্ডল সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুসকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে।
সে প্রধান উপদেষ্টার নাম উল্লেখ করে জাত, বংশ এবং কোন ধর্মের লোক, তার মাথায় চুপি নাই, দাড়ি নাই এবং নামাজ পড়ে না এমনকি কাপড় উলঙ্গ করে দেখার বিষয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড দেয়। যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ ভাইরাল হয়। তার এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য বাংলাদেশ হিন্দু, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে।
তিনি বলেন, এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তার এই কুরুচিপূর্ণ বক্তব্যর কারণে বাংলাদেশ সরকার প্রধান নোবেল বিজয়ী ড. মো: ইউনুসের ব্যক্তিগত এবং বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
তিনি আরো বলেন, গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর শহীদদের রক্তের বিনিময় অর্জিত ২য় স্বাধীনতার পর গঠিত অন্তর্বর্তী কালী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সরকার উৎখাত এর অপচেষ্টার শামিল। তাকে দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইদুর রহমান বলেন , এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর