
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া উপহারের একশ ভরি ওজনের স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিসিটিভি ফুটেজ অনুযায়ী দুপুর ২টা ৪৭ মিনিটে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে বলে জানা যায়।
মন্দিরের পরিচ্ছন্নতা কর্মী রেখা রানী (৪০) ভাষ্যমতে জানা যায়, একটি মুখে ভাতের অনুষ্ঠানের জন্য আনুমানিক ৫০ জনের মত মানুষ মন্দিরের ভিতরে প্রবেশ করে। এ সময় মন্দিরের প্রধান ফটকের তালা খুলে দেন রেখা রানী। মুখে ভাতের অনুষ্ঠান শেষে সকলে চলে গেলেও একটা ছেলেকে ঘোরাফেরা করতে দেখেন তিনি। মন্দিরের কিছু বাসন অন্য রুমে রেখে ফিরে এসে দেখেন মাথার মুকুট চুরি হয়ে গেছে আর ছেলেটাও ওখানে নেই।
মন্দিরের মুকুট চুরির ঘটনাটি জানাজানি হলে তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসনসহ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. তাইজুল ইসলাম, কালিগঞ্জ সার্কেল মো. আমিনুর রহমান, শ্যামনগর ও কালিগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বে থাকা মেজর মুশফিকুর রহমান, ডি জিএফ আই আল মামুন ও ডি এস বি রাসেল আহমেদ, শ্যামনগর থানা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ ও সাধারণ সম্পাদক সোলাইমান কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সিসিটিভির ফুটেজ অনুযায়ী চোরকে ধরার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৮ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে শ্যামনগরে অবস্থিত যশোরেশ্বরী কালীমন্দিরে এসে নিজ হাতে কালী মূর্তির মাথায় মুকুট পরিয়ে দেন তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর