
ঢাকা বগুড়া মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির চাপায় ৫৫ বছর বয়সি এক মানসিক ভারসাম্যহীন নিহত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) ভোর ৬টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ফুট ওভারব্রিজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ভারসাম্য হীন লোকটি মির্জাপুর বাজার এলাকায় বসবাস করে করত। ভারসাম্যহীন হওয়াতে তার নাম পরিচয় কারো জানা নেই। শনিবার ভোরে মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আজিজুল ইসলাম জানান, শুক্রবার ভারসাম্যহীন নারী ও শনিবার ভোরে ভারসাম্যহীন পুরুষ গাড়ির অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা যায়। লাশ দুটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর