এবারের দুর্গা পূজা উদ্যাপন চ্যালেঞ্জকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে মোকাবেলা করেছে বলে মন্তব্য করেছেন সিনিয়র স্বরাষ্ট্র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার স্বর্গীয় আশুতোষ নাগ (ভক্ত) শ্রী শ্রী দূর্গা মন্দির মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
তিনি বলেন, আগামীতে এই সাম্প্রদায়িক সম্প্রতির বন্ধন অটুট রাখাসহ দুষ্কৃতিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানসহ পৃথিবীতে ন্যায় বিচার শুধু একমাত্র জনগণই প্রতিষ্ঠা করতে পারবে বলেন জানান তিনি।
এসময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আশুলিয়া থানার প্রতিষ্ঠাতা সভাপতি আশীষ চন্দ্র নাগের সভাপতিত্বে ও সাভার উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক বাবু বরুণ ভৌমিক নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র স্বরাষ্ট্র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার,ঢাকার জেলার সাভার সার্কেলের এএসপি শাহীনুর কবির।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর